একনজরে মেহেরপুর সরকারি মহিলা কলেজ

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে মেহেরপুর জেলার ইতিহাস ওতোপ্রোতভাবে জড়িত। এই জেলার তৎকালীন বৈদ্যনাথতলায় (বর্তমানে মেহেরপুর) প্রবাসী সরকার শপথ গ্রহণ করে। এই ঐতিহাসিক মেহেরপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেহেরপুর সরকারি মহিলা কলেজ। এটি এই অঞ্চলের নারীদেও উচ্চশিক্ষার একমাত্র সরকারি প্রতিষ্ঠান। কতিপয় বিদ্যোৎসাহী সমাজসেবী ব্যক্তি ১৯৮৫ খ্রিস্টাব্দে কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজটির প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনুধাবন করে সরকার ১৯৯২ খ্রিস্টাব্দে এটিকে জাতীয়করণ করে। সেই থেকে বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সার্বিক নির্দেশনা অনুসারে কলেজটি পরিচালিত হয়ে আসছে।

* ভিশন: উন্নত ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গঠন।

* মিশন: একবিংশ শতাব্দী ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিনির্ভর, সুশিক্ষিত, দক্ষ, অভিযোজন সক্ষম, নৈতিকতাসম্পন্ন এবং বৈশ্বিক পরিমণ্ডলে নেতৃত্ব দানে সক্ষম মানবসম্পদ সৃজনে অনুকূল একাডেমিক পরিবেশ সৃষ্টি।

অবস্থান:
মেহেরপুর শহরের কেন্দ্রস্থলে প্রায় দুই একর জমির উপর সবুজ, শ্যামল, শান্ত, স্নিগ্ধ ও নিরিবিলি পরিবেশে এর অবস্থান।

শিক্ষা কার্যক্রম:
উচ্চ মাধ্যমিক শ্রেণী
আবশ্যিক বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বিজ্ঞান শাখা: পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, ভূগোল
মানবিক শাখা: অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, সমাজকর্ম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, অর্থনীতি, ভূগোল
ব্যবসায় শিক্ষা শাখা: হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপনন, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, ভূগোল,
স্নাতক (সম্মান) শ্রেণী:
বাংলা ও অর্থনীতি
স্নাতক (পাস) শ্রেণী:
বিএ, বিবিএস ও বিবিএ (পাশ) কোর্স

সহ-শিক্ষা কার্যক্রম:
উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, স্কাউটিং, বিএনসিসি, অন্ত:কক্ষ প্রতিযোগিতা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বহি:ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, নবীনবরণ ও শিক্ষা সফরের ব্যবস্থা।