অনলাইন ভর্তি কার্যক্রম
Download this file>> Notice
২০২৪-২০২৫ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১৫ জুলাই। মেহেরপুর সরকারি মহিলা কলেজের নিজস্ব ওয়েবসাইট https://mgmcollege.edu.bd/new/ এ ভিজিট করে ই-পেমেন্ট অপশন এ গিয়ে PAYMENT অপশনের admission & form fill-up এ যেতে হবে। এরপর Apply Now । সেখানে ভেরিফিকেশন এর জন্য নিজের গ্রুপ (Science, Humanities, Business Studies), নিজের শিক্ষা বোর্ড ও নিজের SSC Roll Number প্রদান করে verify করতে হবে। verify সম্পন্ন হলে পরবর্তী ধাপে প্রয়োজনীয় তথ্য সতর্কতার সাথে প্রদান করতে হবে।
[নিজের profile Picture এর জন্য 200KB এর কম সাইজের একটি ছবি আগে থেকেই প্রস্তুত করে রাখার জন্য বলা হলো।]
[আবশ্যিক ও ঐচ্ছিক বিষয় পছন্দের ক্ষেত্রে অভিজ্ঞ কারো সহযোগিতা নিতে পরামর্শ প্রদান করা হলো, বিষয় পছন্দের জন্য গ্রুপ ভিত্তিক বিষয় দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হলো, সংযুক্তি ১]
সকল তথ্য প্রদান করা শেষে (অবশ্যই সকল তথ্য সঠিক কিনা তা যাচাই করে নিয়ে) Payment Method Ekpay select করে save করতে হবে। এরপর যেকোনো মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংকিং সিস্টেমে ২০০০/-(দুই হাজার টাকা) পেমেন্ট করতে হবে। (উক্ত একাউন্ট এ সর্বনিম্ন ২১০০/- টাকা থাকা উত্তম যেহেতু সিস্টেম চার্জ ভর্তি ফি ২০০০/- এর বাইরে)
পেমেন্ট শেষ হলে অবেদন ফরমের pdf File Download করে print করে সংরক্ষণ করতে হবে।
Print করা ফরম সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত দিনে সশরীরে কলেজ অফিসে এসে জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট (মূল+ফটোকপি)
- রেজিস্ট্রেশন কার্ড এর ফটোকপি
- SSC প্রবেশ পত্রের ফটোকপি
- প্রশংসা পত্রের ফটোকপি
- জন্ম নিবন্ধন কার্ড এর ফটোকপি
- সদ্য তোলা ২(দুই) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
সংযুক্তি ১
HSC Science Group Subject List
Subject Name | 1st Paper | 2nd Paper | comment |
Bangla | 101 | 102 |
Compulsory |
English | 107 | 108 | |
Information & Technology | 275 | – | |
Physics | 174 | 175 | |
Chemistry | 176 | 177 | |
Biology | 178 | 179 | এখান থেকে যেকোনো একটি বিষয় নিতে হবে |
Higher Mathematics | 265 | 266 | |
Biology | 178 | 179 |
Additional/4th (এখান থেকে যেকোনো একটি বিষয় নিতে হবে) |
Higher Mathematics | 265 | 266 |
বি:দ্র: একই বিষয় আবশ্যিক ও ঐচ্ছিক বিষয় হিসেবে নেওয়া যাবেনা।
HSC Arts (Humanities) Group Subject List
Subject Name | 1st Paper | 2nd Paper | comment | |
Bangla | 101 | 102 |
Compulsory |
|
English | 107 | 108 | ||
Information & Technology | 275 | – | ||
History | 304 | 305 | History ও Islamic History থেকে যেকোনো একটি বিষয় নেওয়া যাবে। | যেকোনো ৩ টি বিষয়কে আবশ্যিক এবং একটি বিষয়কে ঐচ্ছিক (Additional/4th) বিষয় হিসেবে নেওয়া যাবে |
Islamic History | 267 | 268 | ||
Civic & Good Governance | 269 | 270 | ||
Economics | 109 | 110 | ||
Social Work | 271 | 272 | ||
Geography | 125 | 126 | ||
Logic | 121 | 122 |
বি:দ্র: একই বিষয় আবশ্যিক ও ঐচ্ছিক বিষয় হিসেবে নেওয়া যাবেনা।
HSC Business Studies Group Subject List
Subject Name | 1st Paper | 2nd Paper | comment |
Bangla | 101 | 102 |
Compulsory |
English | 107 | 108 | |
Information & Technology | 275 | – | |
Accounting | 253 | 254 | |
Business Organization and Management | 277 | 278 | |
Finance & Banking | 292 | 293 | এখান থেকে যেকোনো একটি বিষয় নিতে হবে |
Production Management & Marketing | 286 | 287 | |
Finance & Banking | 292 | 293 | Additional/4th (এখান থেকে যেকোনো একটি বিষয় নিতে হবে) |
Production Management & Marketing | 286 | 287 | |
Economics | 109 | 110 | |
Geography | 125 | 126 |
বি:দ্র: একই বিষয় আবশ্যিক ও ঐচ্ছিক বিষয় হিসেবে নেওয়া যাবেনা।